বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বৃষ্টির জয়

  © সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টস পর্যন্ত হয়নি। মাঝখানে খেলার সম্ভাবনার লক্ষ্যে ম্যাচের ওভার কমিয়ে খেলার বিষয়টিও গণমাধ্যমে এসেছে। কিন্তু শেষ পর্যন্ত কার্ডিফের সোফিয়া গার্ডেনে বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৭টায়ও যখন বৃষ্টি থামেনি, তখন ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করে দিতে বাধ্য হলেন ম্যাচ রেফারি অ্যান্ড পাইক্রফট।

বৃষ্টির পূর্বাভাস অবশ্য আগেই মিলেছিলো। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিলো, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে হতে পারে বৃষ্টি। তবে এ খবরকে গুরুত্ব দেয়নি অনেকে। কার্ডিফের সোফিয়া গার্ডেনে আজ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসকে সত্য প্রমাণ করলো বৃষ্টিই।

সে বৃষ্টি থামেনি এখনও। তাই আজ ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। বরং, বৃষ্টি বন্ধ না হওয়ায় আগেই লাঞ্চ করে ফেলতে পারছেন খেলোয়াড় কিংবা কর্মকর্তারা। অবশ্য দুই প্রতিযোগী দেশ মুসলিম হওয়ায় খেলেয়াড়দের অনেকেই হয়তো রোজা রেখেছেন।

আগামী ২৮ তারিখ নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কার্ডিফের সোফিয়া গার্ডেনেই ভারতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এরপর ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল লড়াই শুরু করবে টাইগাররা।


সর্বশেষ সংবাদ