বৃষ্টিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সময় পরিবর্তন, কমছে ওভারও

  © টিডিসি ফটো

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচেই বৃষ্টির আঘাত। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজেদের মুখোমুখি হওয়ার কথা ছিল বেলা ৩.৩০ টায়। কিন্তু বৃষ্টির কারণে টস করতেই বিলম্ব হচ্ছে এ ম্যাচের। যার কারণে ম্যাচের সময়সূচি পরিবর্তন করতে হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট সময়ে শুরু না হওয়ার এ ম্যাচের ওভারও কমিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়ার পূর্ভাবাসে আগেই মিলেছিল বৃষ্টির সম্ভাবনার খবর। তবু সেটিকে বড় করে দেখেনি কেউ। কিন্তু ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে শুরু হলো অঝোরে বৃষ্টি। যে কারণে শঙ্কার মুখে পড়ে বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচে। বৃষ্টির কারণে বাংলাদেশ সময় রাত ৮টা শুরু হবে ম্যাচটি (পরিবর্তিত সময়)।

তবে কার্ডিফের এ মাঠে অনেক স্মৃতি টাইগারদের। ২০০৫ সালে অস্ট্রেলিয়া বধের কাব্য লেখা হয়েছি এ মাঠেই। এ মাঠেই ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহর ম্যাচজয়ী সেই অবিস্মরণীয় জুটি। এসব স্মৃতি বিজড়িত মাঠেই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।

এদিকে নির্দিষ্ট সময়ে শুরু হতে না পারায় ওভার কমিয়ে ম্যাচটি শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ম্যাচের নির্ধারিত ওভার কমে দাঁড়াবে ২০ ওভারে।

তবে সর্বশেষ আবহাওয়া অফিসের তথ্য বলছে কার্ডিফে আগামী ২ ঘন্টার মধ্যেও সূর্যের দেখা পাওয়ার কোনো সুযোগ নেই। তাই টাইগার সর্মথকদের জন্য পরিবর্তিত সময় পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, রুবেল হোসেন, সাইফউদ্দিন।

পাকিস্তান দল: ইমাম উল হক, বাবর আজম, ফখর আজম, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, শাহিদ আফ্রিদি, আসিফ আলি, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence