করোনা: ঝিনাইদহে দুস্থদের মুখে হাসি ফোটাচ্ছে একঝাঁক তরুণ

  © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘করোনা মোকাবেলায় ঝিনাইদহ’ গ্রুপের মাধ্যমে জেলার অসহায় ও দুস্থদের পাশে দাঁড়িয়েছে একঝাঁক তরুণ। গত তিনদিন ধরে এমন কার্যক্রম চালাচ্ছে করোনা মোকাবেলায় ঝিনাইদহ। এর মাধ্যমে প্রতিদিন হাসি ফুটছে কয়েকশ পরিবারে। পুরো প্রক্রিয়াটি সমন্বয় করছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক। গরীব-অসহায়দের খাদ্যসামগ্রী সহায়তাও করছেন তিনি।

জানা যায়, ঝিনাইদহের শৈলকুপাসহ বিভিন্ন উপজেলায় মহামারি করোনায় অসহায় দু:স্থ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। যারা দিন আনে দিন খায় তাদের কাজকর্ম বন্ধ। এমন পরিস্থিতিতে শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক দু:স্থদের মাঝে চাল, ডাল, তেল, নানা সামগ্রী বিতরণ করছেন।

‘করোনা মোকাবেলায় ঝিনাইদহ’ এর মাধ্যমে গ্রামের শিক্ষিত যুব সমাজের কাছে আহ্বান জানানো হচ্ছে তাদের এলাকার গরীব দুস্থ মানুষের লিস্ট পাঠানোর জন্য, পরবর্তীতে সেগুলো যাচাই-বাছাই করে তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছেন মোস্তাক।

আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো খাদ্যসামগ্রী বিতরণ করা হয় শৈলকুপার বিভিন্ন জায়গায়। এসময় সাথে ছিলেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হীরক মুশফিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ জেলা সমিতির সাবেক যুগ্ন সম্পাদক তানভির আহমেদ অভিসহ ‘করোনা মোকাবেলায় ঝিনাইদহ’ গ্রুপের উদ্যেক্তারা।


সর্বশেষ সংবাদ