পচা আপেল হাতে যুবকের প্রতীকী প্রতিবাদ

  © সংগৃহীত

এক যুবক দাঁড়িয়ে আছেন নির্বাচন কমিশনের সামনে, দুই হাতে দুটি পচা আপেল নিয়ে। বৃহস্পতিবার সকালে রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে চোখে পড়ে এ দৃশ্য। ওই যুবকের নাম হানিফ।

হানিফের গলায় তখন একটি প্ল্যাকার্ডও ছিলো। সেখানে লেখা, ‘ভোটের প্রতি ও নির্বাচন কমিশনের উপর জনগণ আস্থা হারিয়েছে। হারানো আস্থা অর্জনে নির্বাচন কমিশনের আমূল পরিবর্তন চাই।’

ওই যুবক জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতি অনাস্থা জ্ঞাপন করে এবং সম্প্রতি পর পর কয়েকটি উপজেলা নির্বাচনের ফলাফলের প্রতিবাদস্বরূপ তিনি সেখানে প্রতীকি প্রতিবাদের জন্য দাঁড়িয়েছেন।

তিনি বলেন, ‘৩০ তারিখের নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে যায়নি। তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। কিছুদিন আগে যে উপজেলা নির্বাচন হয়েছে সেখানেও জনগণ অংশগ্রহণ করে নাই। সাধারণ জনগণ ভোটের উপর যেমন আস্থা হারিয়েছে। নির্বাচন কমিশনের উপরও আস্থা হারিয়েছে। নির্বাচন কমিশনারের এখনই পদত্যাগ করা উচিৎ।’

সে সময় তিনি হাতে থাকা দুটি পচা আপেল দেখিয়ে বলেন, ‘আমি মনে করি নির্বাচন কমিশন আপেলের মত পচে গেছে। আপেল যেমন পুরোটা অংশ ধরে পচে না। একটা অংশ ধরে পচনশীল, ওই অংশটা কেটে ফেললে বাকি অংশটা খাওয়া যায়। আমি মনেকরি নির্বাচন কমিশন এই আপেলের মত পচে গেছে।’

‘যদি সংস্কার করা হয় তাহলে নির্বাচন কমিশন দিয়েও ভবিষ্যতে ভালো নির্বাচন করা সম্ভব। তাই এর দায়িত্বে যারা আছেন তাদের এখনই পদত্যাগ করা উচিত এবং এটাকে পুনর্গঠন করা উচিত যাতে ভোটাররা ভোটকেন্দ্রমুখী হয় এবং ভোটের প্রতি আগ্রহ সৃষ্টি হয়।’

নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেবেন জানিয়ে তিনি বলেন, ‘স্মারকলিপি যদি নির্বাচন কমিশন নেয় তাহলে ভালো। কারণ এটা একটা সাংবিধানিক পদ। এখান থেকে কাউকে জোর করে তাড়ানো যাবে না। আর তাই উনারা নিজেদের মান-ইজ্জত রক্ষা করে যদি এটাকে পুনর্গঠন করে তাহলে ভালো, না হলে আমি রাষ্ট্রপতিকেও স্মারকলিপি দেবো।’


সর্বশেষ সংবাদ