জাবি অধ্যাপকের সফলতায় উপাচার্যের অভিনন্দন

  © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান আগামী তিন বছরের জন্য ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস এর বাংলাদেশের জাতীয় কমিটির চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

রবিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমানের ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস এর বাংলাদেশের জাতীয় কমিটির চেয়ারপারসন নির্বাচিত হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের। উপাচার্য আশা প্রকাশ করেন যে, অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান তাঁর দায়িত্ব পালনকালে নিজের সুনাম বৃদ্ধির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম প্রসারেও ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস বিশ্ব ব্যাপী একটি প্রতিষ্ঠান। ১৯৪৬ সালে এ প্রতিষ্ঠানটি গঠিত হয়। বিশ্বের ১৪১টি দেশ এ প্রতিষ্ঠানের সদস্য। ইউনেস্কোর এ প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী জাদুঘরবিদদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বিশ্ব ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা এবং গবেষণায় মূখ্য ভূমিকা পালন করে।


সর্বশেষ সংবাদ