০২ আগস্ট ২০২০, ১৮:০৩

ভালো আছেন করোনায় আক্রান্ত জাবি অধ্যাপক

  © টিডিসি ফটো

করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি জানিয়েছে, স্বাভাবিক জ্বর-কাশি থাকলেও তিনি ভালো আছেন।

আজ শনিবার বিকালে তিনি গণমাধ্যমকে জানান, তার শরীরে জ্বর-কাশি থাকলে শ্বাসজনিত তেমন কোন জটিল অসুবিধা নেই। তার এখন পর্যন্ত কোন অক্সিজেনেরও প্রয়োজন হয়নি।

গতকাল ঢাকা মেডিকেল কলেজ ল্যাব থেকে নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে তিনি চিকিৎসকের পরামর্শে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এর আগে গত ২৮ জুলাই তার স্ত্রী শিল্পী বড়ুয়ারও করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আনু মুহাম্মদ বলেন, আমার চিকিৎসা পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হয়েছে। আগের ওষুধ বাদ দিয়ে নতুন ওষুধ দেওয়া হয়েছে। তবে আমার স্ত্রীর শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল হয়নি।