ইউজিসিতে ডিএলই অ্যাপ্লিকেশন সিস্টেমের মূল্যায়ন নিয়ে কর্মশালা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে বুধবার ‘ডিজিটাল লার্নিং এনভায়রনমেন্ট (ডিএলই) অ্যাপ্লিকেশন সিস্টেমের মূল্যায়ন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এশিয়া কানেক্ট এর অর্থায়নে পরিচালিত ‘ফ্যাসিলিটেটিং ডিসট্যান্ট লার্নিং ইউজিং ডিজিটাল কনফারেন্সিং ফ্যাসিলিটি’ প্রকল্পের অগ্রগতি, সাফল্যসহ বিভিন্ন দিক তুলে ধরতে বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এ কর্মশালার আয়োজন করা হয়। এতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালায় থাইল্যান্ড, নেপাল, ভুটান ও শ্রীলংকার রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্কের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। পাশাপাশি, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক এতে অংশ নেন। কর্মশালায় ইউজিসি চেয়ারম্যান সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

উল্লেখ্য, রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্কভুক্ত চার দেশ হতে ১২০ জন প্রশিক্ষণার্র্থী ডিজিটাল লার্নিং প্রোগাম এর অর্ন্তভুক্ত সাইবার সিকিউরিটি কোর্সে অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষণার্র্থীরা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তাদের অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন, অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর এবং বিডিরেন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তওরিত উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ