৩৪ মাস ধরে বেতনহীন

দ্বিতীয় দিনের মতো কারিগরি অধিদপ্তরের সামনে পলিটেকনিকের শিক্ষকরা

কারিগরি অধিদপ্তরের সামনে আন্দোলনরত শিক্ষকেরা
কারিগরি অধিদপ্তরের সামনে আন্দোলনরত শিক্ষকেরা  © টিডিসি ফটো

বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক শিক্ষকরা। সোমবার (০১ মে) সকাল ১১টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

আন্দোলনরত শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-সংকট নিরসনে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) অধীনে নিয়োগ পেয়েছিলেন ৭৭৭ জন শিক্ষক। তবে পদটি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলমান থাকায় ৩৪ মাস ধরে বেতন বন্ধ রয়েছে তাদের। 

শিক্ষকরা জানান, সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ দিয়েছে। তারা সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। গত ৩৪ মাস ধরে তাদের বেতন বন্ধ। বেতন না হওয়ায় বাবা-মায়ের চিকিৎসা করাতে পারছেন না, সন্তানকে স্কুলে পাঠাতে পারছে না। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক এ কে এম আবদুল মোতালেব উপস্থিত থেকে আন্দোলনরতদের সাথে একাত্মতা ঘোষণা করে দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহবান জানান।

অবস্থান কর্মসূচিতে পলিটেকনিক টিচার্স ফেডারেশনের সভাপতি সানা উল্লাহ, সহ-সভাপতি আল আমিন হোসাইন, সাধারণ সম্পাদক মেহেদি হাসান দানিয়েল, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, তথ্য প্রচার সম্পাদক মো. ফরহাদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক শায়লা আক্তার শর্মি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সৈয়দ ওমর ফারুক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কারিগরি শাখার সভাপতি সুমন হায়দারসহ প্রায় তিন শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ