চলন্ত ট্রেনে সেলফি, খুঁটিতে লেগে প্রাণ গেল পলিটেকনিক ছাত্রের

নিহত পলিটেকনিকের ছাত্র মারুফ হাসান
নিহত পলিটেকনিকের ছাত্র মারুফ হাসান  © সংগৃহীত

ঢাকা থেকে দিনাজপুরে বাড়ি ফিরছিলেন পলিটেকনিকের ছাত্র মারুফ হাসান। দিনাজপুরের চিরিরবন্দর এলাকায় থাকা অবস্থায় চলন্ত ট্রেন থেকে সেলফি তোলার চেষ্টা করছিলেন তিনি। এ সময় সিগন্যাল বারে মাথায় আঘাত লেগে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়েন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার সকালে চিরিরবন্দর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত মারুফ (২০) চিরিরবন্দর উপজেলার বড় বাউল গ্রামের বাসিন্দা ও দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, মারুফ ও তার কয়েকজন বন্ধু ঢাকায় একটি সাইকেল প্রতিযোগিতায় অংশ নেয়। মঙ্গলবার তারা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন। 

সকালে চিরিরবন্দর রেলস্টেশনের পশ্চিম পাশে ট্রেনের গেটে দাঁড়িয়ে মোবাইল ফোন দিয়ে সেলফি তোলার চেষ্টা করছিলেন মারুফ। এ সময় সিগন্যাল বারে মাথায় আঘাত পান তিনি। এতে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়েন তিনি।


সর্বশেষ সংবাদ