চীনে বাস উল্টে হ্রদে, প্রাণ গেল ২১ শিক্ষার্থীর

  © সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝো প্রদেশে শিক্ষার্থীবাহী একটি বাস উল্টে হ্রদে পড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি নিউজে এ তথ্য জানানো হয়েছে।

সিসিটিভি জানিয়েছে, দুপুরের দিকে গুইঝো প্রদেশের আনশুন শহরের কাছে একটি বাস উল্টে হ্রদে পড়ার ঘটনা ঘটে। মূলত বাসটি সড়কের অন্তত পাঁচটি লেনে ট্রাফিক বেষ্টনী না মেনে অন্যপ্রান্তে যায়। পরে সেটি সড়কের রেলিংয়ে আঘাত হেনে হ্রদে উল্টে পড়ে। এ ঘটনায় অন্তত ২১ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন। এটি শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ছিল। তবে বাসের ভেতরে অন্যান্য যাত্রীও ছিল।

এদিকে, দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, করোনার কারণে এক মাস পিছিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভর্তি পরীক্ষা (গাওকাও) শুরুর প্রথম দিন এ দুর্ঘটনা ঘটেছে।


সর্বশেষ সংবাদ