যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা 

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের এভারগ্রিন টেরেস কমিউনিটি কনফারেন্স কক্ষে এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে অর্ধ শতাধিক বাংলাদেশি শিক্ষক, তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে বিভিন্ন ধরণের মজাদার বাংলাদেশি খাবারের সমারোহ ছিল। এতে বাংলাদেশি শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিঙ্গো খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার বিভাগের প্রফেসর ও বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েনের সাবেক উপদেষ্টা শেখ আহমেদ, মেকানিক্যাল ইঞ্জনিয়ারিং অ্যান্ড এনার্জি প্রসেসেস বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফারহান চৌধুরী ও একই বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাবরিনা নিলুফার উপস্থিত ছিলেন। 


সর্বশেষ সংবাদ