ঢাবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

ঢাবির রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে উপস্থিত ছাত্রদলের নেতা-কর্মীরা
ঢাবির রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে উপস্থিত ছাত্রদলের নেতা-কর্মীরা   © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুমাইয়া হত্যা এবং মাদক ব্যবসার প্রতিবাদ করায় চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত ছাত্রদল নেতা মীর সাদেক অভি হত্যায় জড়িত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (২৭ জুন) সকাল ১১টায় ঢাবির রাজু ভাস্কর্যের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আমানউল্লাহ আমান।

এসময় যুগ্ম আহবায়ক আকতার হোসেন, আহবায়ক কমিটির সদস্য, জগন্নাথ হল ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি আবদুল জলিল আমিনুল, হাজী মুহম্মদ মুহসিন হলের সভাপতি মোঃ ওমর ফারুক মামুন, হাজী মুহম্মদ মহসিন হলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জগন্নাথ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক সুপ্রিয় দাশ শান্ত, সার্জেন্ট জহুরুল হক হলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ফজলুল হক মুসলিম হলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক কামরুল হাসান খান, কবি জসীমউদ্দিন হলের সাধারণ সম্পাদক সৈকত মোর্শেদ, বিজয় একাত্তর হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম কাওছার, অমর একুশে হল ছাত্রদলের সিনিয়র সহ- সভাপতি জসীম খান, কবি জসীমউদ্দিন হলের সিনিয়র সহ- সভাপতি আবিদুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সিনিয়র যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর খান রাসেল, শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমাম হোসেন অনিক,সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ন সম্পাদক মেহেদী হাসান, এস এম হলের জোবায়ের হোসেন, স্যার এএফ রহমান হলের প্রচার সম্পাদক হাসিবুল ইসলাম রাসেল, সার্জেন্ট জহুরুল হক হলের সোয়াইব আহমেদ অমি, বিজয় একাত্তর হলের ছাত্রদল কর্মী আরাফাত সোয়েব সহ ঢাকা বিশ্ববিদ্যাল ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ