ঢাবি ক্যাম্পাসে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ছাত্রদলের

  © টিডিসি ফটো

করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারীতে স্বল্প আয়ের মানুষ, অসহায় ও কর্মহীনদের মাঝে তৃতীয় দিনের মত নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ক্যাম্পাসের টিএসসি, তিন নেতার মাজার ও দোয়েল চত্বর এলাকায় দেড় শতাধিক কর্মহীন মানুষের হাতে চাল, ডাল, আলু, পেয়াজ, ছোলা পৌঁছে দেয়। শুরু থেকে শেষ পর্যন্ত নেতা-কর্মীরা নিজেদের মধ্যে এবং গ্রহীতাদের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখে বলে তারা জানিয়েছেন। 

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন রাজু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব মোঃ আমান উল্লাহ আমানের নেতৃত্বে এসব খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

ফজলুর রহমান খোকন বলেন, ‘সারাদেশের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্রদল করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অসহায়দের মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে। দেশের এই ক্রান্তিলগ্নে যে কোন পরিস্থিতিতে ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা পালন করবে।’

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল প্রতিটি ছাত্র সংগঠনকে সামর্থ্য অনুযায়ী মানবিক কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১৩টি হল এবং মেয়েদের পাঁচটি হলে যারা ক্যান্টিন, ডাইনিং এ কাজ করে জীবিকা নির্বাহ করে, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বৈশাখী উৎসবে হলের খাবার বাবদ যে বাজেট বরাদ্দ রয়েছে, সেই বাজেট থেকে সকল কর্মচারী পরিবারকে আর্থিক সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি।’

আমান উল্লাহ আমান বলেন, ‘মহামারীর এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অসহায় এবং স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত সম্প্রসারণের অনুরোধ জানাই। কোন অবস্থাতেই জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য সকলকে অনুরোধ করছি।’


সর্বশেষ সংবাদ