টিউশন ফি ও বাড়ি ভাড়া মওকুফের দাবিতে টানা অবস্থান মুক্তিযুদ্ধ মঞ্চের

  © টিডিসি ফটো

দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। এ অবস্থায় তাদেরকে রক্ষা করতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি, বাড়ি ও দোকান ভাড়া আগামী তিন মাসের জন্য মওকুফ করার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

সে ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদসহ সংগটনের নেতাকর্মীরা এ আন্দোলনে অংশ নিয়েছেন।

মুক্তিযুদ্ধের মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সনেট মাহমুদ বলেন,‘বিশ্বে মহামারি করোনাভাইরাস সংক্রমিত হওয়ার কারণে ঢাকা লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষ ঠিকমত দুবেলা দুমুঠো ভাত খেতে পারছে না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই কোন শিক্ষা কার্যকর্ম বন্ধ।’

তিনি বলেন, ‘আমরা চাই সকল ধরনের টিউশন ফি মওকুফ করা হোক। জনগণের জন্যই তো সরকার, তাই জনগণের কথা চিন্তা করে কোন শর্ত বা ব্যক্তি উদ্যোগে ছাড়া, সরাসরি সরকারিভাবে ঘোষণা চাই বাড়ি ও দোকান টিউশন ফি মওকুফের।’

সনেট বলেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চ সবসময় সাধারণ ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে তাদের টিউশন ফি মওকুফের জোর দাবী জানাচ্ছে। সাধারণ জনগণের কল্যাণে কাজ করার ব্রত নিয়েই মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করে যাচ্ছে।’


সর্বশেষ সংবাদ