খাদ্যসামগ্রী নিয়ে সাধারণ মানুষের পাশে ছাত্র অধিকার পরিষদ

  © টিডিসি ফটো

চীন থেকে ভয়াবহ আকারে ছড়ানো করোনাভাইরাসে দেশে অচলাবস্থা তৈরি হয়েছে। এ অবস্থায় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সাধারন শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের আহবায়ক হাসান আল মামুন।

জানা যায়, করোনা বিস্তার রোধে শুরু থেকে কাজ করে যাচ্ছে সংগঠনটি। সাধারণ মানুষের জীবন রক্ষার্থে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জেলায় বিতরণ করছে জীবানুনাশক সাবান, হ্যান্ড সেনিটাইজার। করোনার কারণে কাজ না করতে পারায় দিন মুজুদের মাঝে বিতরণ করছে খাদ্য সামগ্রী।

তবে এই খাদ্য সামগ্রীর ফান্ড সংগ্রহ করার জন্য রাত দিন কাজ করে যাচ্ছে সংগঠনটির সব পর্যায়ের নেতাকর্মীরা। এখন পর্যন্ত ৩৭ হাজার টাকা বিভিন্ন অনুদান ও তাদের নিজেদের অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করছে।

এ বিষয়ে সংগঠনের আহবায়ক হাসান আল মামুন বলেন, ‘কেন্দ্রীয় কমিটি সদস্যরা নিজেরা চাঁদা দিয়ে ও শাখা কমিটিগুলো নিজস্ব চাঁদা এবং কেন্দ্র থেকে অল্প সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা আরও ফান্ড কালেকশন করার চেষ্টা করছি, পাশাপাশি প্রতিটি শাখা কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে সাধ্যমত সাধারণ মানুষের পাশে দাড়াতে।’

যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি (সহ-সভাপতি) নুরুল হক নূর বলেন, ‘মানুষকে সচেতন করার জন্য আমরা শুরুর দিক থেকেই বিভিন্ন লিফলেট, সাবান, স্যানিটাইজার বিতরণ করছি। এখন আমরা চেষ্টা করছি বিভিন্ন শ্রমজীবী মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে তাদের পাশে দাঁড়াতে।’

তিনি বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা কিছু ফান্ড ও সংগঠনের নেতাকর্মীদের দেওয়া ফান্ডের মাধ্যমে আমরা সাধারন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি।’

ডাকসুর পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ক্যাম্পাস হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণে কিছু করা যায়নি। কিছু করার মতো আসলে নিজেদের মধ্যেও আলোচনা করা হয়নি।’


সর্বশেষ সংবাদ