খালেদা জিয়ার মুক্তি চেয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

  © টিডিসি ফটো

বিএনপি চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

এর আগে এ দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি হাফিজুর রহমান, আশরাফুল ফকির লিংকন, সাজিদ হাসান বাবু,  যুগ্মসম্পাদক আমিনুর রহমান আমিন, তানজিল হাসান সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মাহবুবুর রহমান, তবিবুর রহমান সাগর, সুলতানা জেসমিন জুই, শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমানউল্লাহ আমান, যুগ্ম আহবায়ক আকতার হোসেন,নাসির উদ্দিন নাছির, জহির উদ্দিন জহির, এইচ এম আবু জাফর, সোহেল রানা, খোরশেদ আলোম সোহেল, সাফি ইসলাম, শিপন বিশ্বাস, সজিব মজুমদার রিয়াদ রহমান, শাহাজাহান শাওন, রুয়েল, আশিকুর রহমান, আরিফুল হক আরিফ, জিয়াদুল ইসলাম রন্জু শরিফ প্রধান শুভ, এনামুল, মাসুদুর রহমান মাসুদ, রনি, ফারুক হোসেন, মুস্তাফিজুর রহমান, আবুল বাশার প্রমুখ।

সভাপতির বক্তব্যে ফজলুর রহমান খোকন বলেন, ‘এই সরকার দেশনেত্রীকে (বেগম খালেদা জিয়) ভয় পায়। কারণ খালেদা জিয়া মুক্তি পেলে দেশের অরক্ষিত সার্বভৌমত্ব, শিক্ষা ব্যাবস্থা, শেয়ার বাোর কেলেঙ্কারি, দূর্নীতির মোড়কে গড়া উন্নয়ন জনগণ প্রত্যাখ্যান করবে।’ এসময় বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি।


সর্বশেষ সংবাদ