চবি ছাত্রলীগে আমার কোনো গ্রুপ নেই: শিক্ষা উপমন্ত্রী

  © ফাইল ফটো

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনারা বারবার বলেন, আমার গ্রুপ। আমার কীসের গ্রুপ? আপনারা বলছেন গ্রুপের কথা, আমি বলছি নাকি? আমি কি বলেছি, আমি গ্রুপ করি?’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের গ্রুপিং রাজনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেছেন তিনি। আজ বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘অনেক সময় বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন থাকে। কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে যদি কারও দাবি থাকে শেখ হাসিনার সরকারের সময়ে তা নিয়ে আন্দোলনের প্রয়োজন নেই।

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার সরকারের সময়ে দাবি করতে হয় না। যা প্রয়োজন তা যদি প্রধানমন্ত্রী শুধু অবহিত হন, তাহলেই সে যৌক্তিক দাবি তিনি পূরণ করেন। অতএব কারও কোনো আন্দোলনে যাওয়ার প্রয়োজন নেই।’

চবিতে ছাত্রলীগের গ্রুপিং সমস্যাটি স্থানীয় নেতাদের কারণে হচ্ছে ইঙ্গিত করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন ইস্যূ নিয়ে কারও কারও মধ্যে সমস্যা থাকতে পারে। সেগুলো স্থানীয় সমস্যা। স্থানীয় সমস্যা স্থানীয় পর্যায়েই সমাধান করতে হবে।’

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন সিএফসি, বিজয়, সিক্সটি নাইন, ভিএক্স, বাংলার মুখ এবং রেড সিগন্যালের কর্মীরা নিজেদের মধ্যে গত দুই মাসে অন্তত ১০ বার সংঘর্ষে জড়িয়েছে। তাদের ডাকা কয়েক দফা অবরোধের কারণে বন্ধ রাখতে হয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম।


সর্বশেষ সংবাদ