বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলাদাভাবে ছাত্রলীগের পদবঞ্চিতদের শ্রদ্ধা

  © টিডিসি ফটো

বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রলীগের কমিটিতে পদ না পাওয়া পদবঞ্চিতরা। আজ রবিবার সকালের দিকে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

কেন তারা আলাদা শ্রদ্ধা নিবেদন করেছেন জানতে চাইলে ডাকসুর সদস্য ও ছাত্রলীগের কমিটিতে পদ বঞ্চিত তানবীর হাসান সৈকত জানান, বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। যেখানে রাজাকারের সন্তান আছে তাদের সাথে আমরা কীভাবে ফুল দিব। তাই আমরা আলাদা ফুল দিয়েছি।

প্রসঙ্গত, গত ২৬ মে দিবাগত রাত একটা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে দ্বিতীয় দফায় অবস্থান কর্মসূচি শুরু করেছিল ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া অংশ। প্রায় এক মাস ধরে তারা অনশন কর্মসিূচি চালিয়ে যাচ্ছেন। ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি থেকে বিতর্কিতদের বাদ দিয়ে কমিটি পুনর্গঠন না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে তাদের।


সর্বশেষ সংবাদ