ছাত্রলীগের কমিটিতে ১৭ জন বিতর্কিত চিহ্নিত

জরুরি সংবাদ স‌ম্মেল‌নে গোলাম রাব্বানী বক্তব্য রাখছেন
জরুরি সংবাদ স‌ম্মেল‌নে গোলাম রাব্বানী বক্তব্য রাখছেন  © টিডিসি ফটো

কেন্দ্রীয় ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেছেন, গণমাধ্যম ও সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে মু‌ক্তিয‌ুদ্ধের চেতনা বিরোধী, বিবাহিত, অছাত্র, মামলার আসামিসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ১৭ জ‌নের নাম আমরা প্রাথমিকভা‌বে পে‌য়ে‌ছি। প্রাথমিক ত‌থ্যের ভিত্তিতে ১৭ জনের বিরুদ্ধে অভি‌যোগের তথ্য-প্রমাণ পাওয়া গেলে তাদের ব‌হিষ্কারের মাধ্যমে পদশূন্য ঘোষণা ক‌রে বঞ্চিত‌দের স্থান ক‌রে দেব।

বুধবার মধ্যরা‌তে আওয়ামী লীগ সভা‌পতির রাজনৈতিক কার্যাল‌য়ে জরুরি সংবাদ স‌ম্মেল‌নে গোলাম রাব্বানী এ কথা বলেন।

এ সময় ১৭ জ‌নের মধ্যে ১৫ জনের নাম সাংবাদিকদের কাছে তু‌লে ধরেন গোলাম রাব্বানী। তাঁরা হলেন— সহসভাপতি তানজিল ভূঁইয়া তান‌ভীর, সুরঞ্জন ঘোষ, আরেফিন সি‌দ্দিক সুজন, আতিকুর রহমান খান, বরকত হাওলাদার, শাহ‌রিয়ার বিদ্যুৎ, মাহমুদুল হাসান তুষার, আমিনুল ইসলাম বুলবুল, তৌ‌ফিকুল হাসান সাগর, সা‌দিক খান, সোহানী হাসান তি‌থি, মুনমুন নাহার বৈশাখী, দপ্তর সম্পাদক আহসান হাবীব, উপসম্পাদক রু‌শি চৌধুরী ও আফ‌রিন লাবনী।

‌এ সময় বিশৃঙ্খলাকারী‌দের উদ্দেশে গোলাম রাব্বানী ব‌লেন, আমরা স্পষ্ট বলতে চাই, সারা দে‌শে সবার প্রত্যাশা পূরণ নাও হ‌তে পারে, প্রতিবা‌দের ভাষা হ‌তে হ‌বে গণতান্ত্রিক। যারা সংগঠ‌নে বিশৃঙ্খলা ক‌রে‌ছে, তাদের ছাড় দেওয়া হ‌বে না। তা‌ঁদেরও বহিষ্কার করা হ‌বে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, যাচাই-বাছাই করে আগামী ২৪ ঘন্টার মধ্যে সদ্য ঘোষিত ৩০১ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বিতর্কিতদের বাদ দেয়া হবে। সেক্ষেত্রে পদবঞ্চিতদের কমিটিতে পদায়ন করা হবে। তবে পূর্ণাঙ্গ কমিটি বহাল থাকবে।