সেমির প্রথম লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড

আজ ম্যানচেস্টারে ফাইনালে ওঠার মিশনে কিউইদের বিপক্ষে মাঠে নামছে টিম ইন্ডিয়া। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

ম্যাচটি ঘিরে দারুণ আশাবাদী ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। দলের দুই ওপেনার ও ক্যাপ্টেন নিজেই ব্যাটে ছড়াচ্ছেন রানের ফোয়ারা। শামি বুমরাহতে ভর করে ভারতীয় বোলিং লাইন আপ ও ভোগাচ্ছে প্রতিপক্ষকে। তবে টিম ইন্ডিয়ার বড় দুশ্চিন্তার জায়গা মিডল অর্ডার। গ্রুপ পর্বের প্রায় প্রতিটি ম্যাচেই ব্যর্থ দলটির মিডল অর্ডার। অফ ফর্মে দলের অন্যতম ভরসার প্রতীক এম.এস. ধোনী। পান্ডেয়া, যাদভরাও নেই ধারাবাহিক।

অপরদিকে, কালকের ম্যাচে ভারতকেই ফেভারিট মানছেন কিউই দলপতি কেইন উইলিয়ামসন। তবে ম্যাচটা যখন নক আউট তখন যে দু দলের সমান সম্ভাবনা রয়েছে সেটাও অবশ্য মনে করিয়ে দিলেন তিনি। তবে ম্যাচের আগে মোটেও স্বস্তিতে নেই কিউইরা। টানা তিন ম্যাচ হেরে আত্মবিশ্বাসে বড় ধাক্কা লেগেছে দলটির। বোলিংটা মোটামুটি হলেও ব্যাটিংয়ে করুণ দশা নিউজিল্যান্ডের। এক অধিনায়ক ছাড়া ধারাবাহিক রানে নেই কেউই। তাইতো সেমিফাইনালের আগে নিজেদের ব্যাটিং নিয়ে বাড়তি ভাবনায় নিউজিল্যান্ড।

আজকের ম্যাচ ঘিরে থাকছে বৃষ্টির সম্ভাবনা। এমনকি প্রথম সেমিফাইনালের জন্য রাখা ১০ তারিখের রিজার্ভ ডেতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। গ্রুপ পর্বেও বৃষ্টি ভেস্তে দিয়েছিল এ দুদলের ম্যাচ। বিশ্বকাপের হেড টু হেডে দুই দলের মোট সাত দেখায় নিউজিল্যান্ডের চার জয়ের বিপরীতে ভারতের রয়েছে তিন জয়।


সর্বশেষ সংবাদ