আজ অজি ইংলিশ মহারণ, ফলাফলের দিকে তাকিয়ে বাংলাদেশ

ক্রিকেটের প্রথম ম্যাচ মাঠে গড়িয়েছিল সেই অষ্টাদশ শতাব্দীতে লর্ডসে। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংলিশ ও অজিরা। আর সেখান থেকেই শুরু ক্রিকেট বিশ্বে অজি ইংলিশদের দ্বৈরথ। শতাব্দী পেরিয়ে একটুও রঙ হারাইনি এ মহারণ।

আজ আবার সেই লর্ডসে আটকে থাকবে পুরো ক্রিকেট দুনিয়ার চোখ। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে এই ম্যাচটি। অজিদের সাথে ইংলিশদের টক্কর বেশ পুরনো। এই দুই দলের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা যা কিনা খেলার মাঠ ছাপিয়ে ছড়িয়ে পড়ে কথার লড়াইয়েও। অপরদিকে আজকের ম্যাচের সাথে জড়িয়ে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, উইন্ডিজ ও পাকিস্তানের সেমির ভাগ্য। এ ম্যাচে ইংলিশদের পরাজয় এ দলগুলোর সেমির স্বপ্ন পালে দিবে বাড়তি হাওয়া।

দু’দলের হেড টু হেডে ঢের এগিয়ে অজিরা। বিশ্বকাপ মঞ্চেও এগিয়ে রয়েছে এ্যারন ফিঞ্চের দল। বিশ্বকাপে মোট ৭ দেখায় অজিদের ৫ জয়ের বিপরীতে ইংলিশরা জিতেছে মাত্র ২ম্যাচ। এর মধ্যে ইংল্যান্ডকে টানা তিন বিশ্বকাপ হারানোর সুখ স্মৃতিতো থাকছেই অজিদের। তবে শেষ ১০ দেখায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ জয় ইংল্যান্ডের জন্য বড় টনিক এ ম্যাচে।

অজি স্কোয়াডে নেই ইনজুরির সমস্যা। অলরাউন্ডার স্টোয়নিসের ইনজুরি কাটিয়ে ফেরা দলটাকে দিয়েছে ভারসাম্য। তবে ইনজুরির কারণে এ ম্যাচেও অনিশ্চিত ইংলিশ ইনফর্ম ওপেনার জেসন রয়। পয়েন্ট টেবিলে দুইয়ে রয়েছে অজিরা অপরদিকে ইংলিশদের অবস্থান চারে। এ ম্যাচে ইংলিশদের জয় অনেকটাই ধূলিসাৎ করে দিতে পারে টাইগারদের সেমির স্বপ্ন। ম্যাচটিকে ঘিরে বৃষ্টির চোখ রাঙানিও থাকছে।


সর্বশেষ সংবাদ