সাকিব অস্ত্র সামলাতে অস্ট্রেলিয়ার বিশেষ পদক্ষেপ

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © সংগৃহীত

বিশেষ করে এবারের বিশ্বকাপে দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেছেন সাকিব আল হাসান। তবে ব্যাটিংয়ে বেশি উজ্জ্বল হলেও কম যাননি বল হাতেও। যেকোন প্রতিপক্ষের জন্য হুমকির কারণ হতে পারে তার বুদ্ধিদ্বীপ্ত অফ স্পিন। তাইতো সাকিবের স্পিন সামলানোর অনুশীলন করার জন্য অস্ট্রেলিয়া তাদের নেট বোলার হিসেবে যুক্ত করেছে অ্যাস্টন অ্যাগারকে।

বিশ্বকাপের দ্বাদশ আসরে ১ম ৪ ম্যাচে ব্যাট হাতে সাকিব ১২৮ গড়ে সংগ্রহ করেছেন ৩৮৪ রান। বল হাতে নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশ যে ২টি ম্যাচে জয় পেয়েছে ২টিতেই ম্যাচসেরা হয়েছেন তিনি। তাইতো সাকিবকে সামলানো পরিকল্পনার ছক কষতে ব্যস্ত টীম অস্ট্রেলিয়া।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ২০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার নটিংহ্যামে পৌঁছেছে বাংলাদেশ দল। অপরদিকে মঙ্গলবার অস্ট্রেলিয়ার অনুশীলনে নেট বোলার হিসেবে যোগ দিয়েছেনে অ্যাস্টন অ্যাগার।

বাঁহাতি অর্থোডক্স বোলার অ্যাস্টন অস্ট্রেলিয়া এ দলের সফরে ইংল্যান্ডেই অবস্থান করছিলেন। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তাই তাকে অনুশীলনে ডেকে নিয়েছে অস্ট্রেলিয়া। যার মূল কারণ, বাংলাদেশি অলরাউন্ডার সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের স্পিন ঘূর্ণি সামলানোর অনুশীলন করার জন্যই মূলত অজিদের পদক্ষেপ।

এর আগে বাংলাদেশের মাটিতে টেস্ট ম্যাচে সাকিবের স্পিন ঘূর্ণিতে লাল হয়েছিল স্মিথ- ওয়ার্নাররা। সেই স্মৃতি মনে করেই হয়তো সাকিবকে সামলানোর অনুশীলনে আঁটঘাট বেঁধেই নেমেছে অজিরা।

অজি কোচ ড্যারেন লেম্যান সাকিবের প্রশংসা করার সাথে সাথে সর্তকতা অবলম্বন করে বলেন, বর্তমানে বিশ্বে সেরা অলরাউন্ডারের সাথে সাথে সেরা একজন বাঁহাতি স্পিনারও সাকিব। এমন সময়ে অ্যাস্টনকে পেয়ে যাওয়াতে খুবই ভালো হয়েছে। এক বছর আগেও সে জাতীয় দলে ছিল। আশা করি, এখানেও সে আমাদের ব্যাটসম্যানদের স্পিন সামলানোর মন্ত্র পাতিয়ে দেবে।

অস্ট্রেলিয়ার সহকারী রিকি পন্টিংও সাকিবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করছেন। স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সাকিবকেই বড় বাঁধা হিসেবে দেখছে অস্ট্রেলিয়া।