ঢাকায় আসছেন রোনালদো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় আনা হতে পারে ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোকে-এমন গুঞ্জন চলছে বেশ কিছু দিন ধরে। সেটাই শেষ পর্যন্ত সত্যি যাচ্ছে। তবে মেসি নন, ঢাকায় আসছেন পর্তুগিজ তারকা রোনালদো। 

২০১১ সালেই আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছিলেন আর্জেন্টাইন গোলমেশিন ও বার্সা তারকা লিওনেল মেসি। খেলে গেছেন বিশ্বকাপ জয়ী জিদানও।

জানা যায়, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঢাকায় পর্তুগাল বনাম ইতালির একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ম্যাচেই অংশ নেবেন রোনালদো। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি সূত্রে বিষয়টি জানা গেছে।

এর আগে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলসহ লিওনেল মেসির ঢাকায় আসার গুঞ্জন শোনা গিয়েছিল। গত ১১ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছিল। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম ও আর্জেন্টিনার নতুন রাষ্ট্রদূত ডেনিয়েল চোবুরুর (দিল্লিভিত্তিক) মধ্যে এক বৈঠকও হয়েছিল।


সর্বশেষ সংবাদ