বিশ্বকাপ জয়ের স্বপ্নে এখন মোসাদ্দেক

ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপাও জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট।ফাইনাল ম্যাচে জয়ের নায়ক ডানহাতি অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তার ভাষায়— ‘আমি মনে করি, আমাদের ব্যাটিং ও বোলিং ইউনিট যা আছে, এখানকার মতো খেলতে পারলে বিশ্বকাপেও ভালো কিছু করতে পারব। আমরা খুব ভালো আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাচ্ছি।’

শুক্রবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২২.৫ ওভারে ২১০ রান তাড়া করে অবিস্মরণীয় এক জয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করেছে টাইগাররা। শেষদিকে মাত্র ২০ বল ফিফটি করে গড়েছেন বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড। ফাবিয়ান অ্যালেনের এক ওভারে ২৫ রান তুলে নিশ্চিত করেছেন ৭ বল আগেই সহজ জয়। নিজে অপরাজিত ছিলেন ২৪ বলে ৫২ রান করে।

এমন দুর্দান্ত জয়ের পর জিতেছেন ম্যাচসেরার পুরষ্কারও। পরে সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘এটা অনেক ভালো লাগার ব্যাপার (ম্যাচ সেরা হওয়া)। আমরা প্রথম কাপ জিতলাম, সেটিও দেশের বাইরে। আমাদের জন্য অনেক বড় ব্যাপার। সবচেয়ে বড় কথা হলো, বিশ্বকাপের আগে অনেক আত্মবিশ্বাস আমরা পেয়েছি।’

বিশ্বকাপে নিজের ভূমিকা কী হবে তাও জানিয়ে দেন ২৩ বছর বয়সী এ তরুণ, ‘ইংল্যান্ডে উইকেট হয়তো এখানকার চেয়ে ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আমরা নিচের দিকে এভাবে খেলতে পারলে দলকে জেতাতে সাহায্য করবে। আমার ব্যক্তিগত লক্ষ্যও সেটিই যে সুযোগ পেলে এমন কিছু করব যা দলের কাজে লাগবে।’


সর্বশেষ সংবাদ