ট্রাজেডিকে বদলের মিশনে টাইগারদের প্রতিপক্ষ উইন্ডিজ

  © সংগৃহীত

ছয়টি ফাইনাল হারের কান্না, এর মধ্যে তিনটিতে আবার শেষ বলের হার! ফাইনাল ম্যাচগুলো যেন বাংলাদেশে ক্রিকেট অঙ্গনের এক ট্রাজেডির নাম। কাল টাইগারদের সামনে আরেকবার সুযোগ থাকছে এই ট্রাজেডির ইতিহাস বদলের।

এ নিয়ে সপ্তমবার কোন আসরের ফাইনাল খেলবে বাংলাদেশ। তবে কি লাকি সেভেনেই জিততে যাচ্ছে বাংলাদেশ ? নাকি আবারো ফাইনাল হারের আক্ষেপ রয়ে যাবে?

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ উঠেছে অনেকটা হেসে খেলেই। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দল মাশরাফির বাংলাদেশ। ট্রফির যোগ্য দাবিদার টাইগাররাই। কিন্তু অনিশ্চয়তার ক্রিকেটে যেকোনো সময়ই ঘটতে পারে অঘটন।

আরো পড়ুন : ছয় ফাইনাল হারের পর সপ্তম সুযোগ আজ

তাইতো ফাইনাল ম্যাচের আগে দারুণ সতর্ক টাইগার টিম ম্যানেজমেন্ট। সাকিবের না খেলার গুঞ্জন থাকলেও আজ সম্ভাব্য সেরা একাদশই নামাবে টাইগাররা। এদিকে টাইগারদের কাছে টানা দু ম্যাচ হারের লজ্জায় ভুগছে ক্যারিবীয়রা। এটা নিশ্চিত ভাবেই বলা যায় আজ টাইগারদের মরণ কামড় দিতে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই নামবে হোল্ডার বাহিনী।

আজ মালাহাইডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পোনে চারটায়। ম্যাচটি জিতে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস এবং নিঃসন্দেহে ফাইনাল হারের অভিশাপ থেকে চিরতরে মুক্তি পাবে টাইগাররা বিশ্বাস ভক্তদের।


সর্বশেষ সংবাদ