শিক্ষার্থীদের ঘরে থাকতে হবে: শিক্ষামন্ত্রী

করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণে আগামীকাল মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। এসময় শিক্ষার্থীদের বাসায় থাকা নিশ্চিত করতে অভিভাবকদের আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ সোমবার (১৬ মার্চ) দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গনমাধ্যমকে ব্রিফ করতে গিয়ে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষার তারিখের আরও কাছাকাছি সময় গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেজন্য এখনি সিদ্ধান্ত নেয়া হচ্ছে না। সতর্কতামূলক যে কোনো সিদ্ধান্ত নেয়া হবে। আগবাড়িয়ে কিছু করা হবে না। শুধু এইচএসসি নয় সব ধরণের পরীক্ষা নিয়েই এ ধরণের সিদ্ধান্ত নেয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় সবাই বাড়িতে থাকবে। সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হবে। কোচিংসহ কোনো ধরণের ক্লাস করা যাবে না। প্রত্যেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। ’


সর্বশেষ সংবাদ