মাকে চিরনিদ্রায় শায়িত করে পরীক্ষা কেন্দ্রে মেয়ে

  © সংগৃহীত

মাকে চিরনিদ্রায় শায়িত করে এসএসসি’র পরীক্ষা দিয়েছে ফাতেমা সরকার নিহা নামে এক শিক্ষার্থী। শনিবার অনুষ্ঠিত ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা অংশগ্রহণ করে সে। বগুড়া ধুনট উপজেলায় ঘটনাটি ঘটেছে। তার পরীক্ষার কেন্দ্র ছিল ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। কেন্দ্রের ১০৭ নম্বর কক্ষে অন্যান্য সহপাঠীদের সঙ্গে বসে বারবার চোখ মুছতে মুছতে পরীক্ষা দেয় সে।

জানা গেছে, ফাতেমা সরকার নিহা বগুড়ার ধুনট উপজেলার জোড়খালী গ্রামের হেলাল উদ্দিন সরকারের মেয়ে। তার মা হোসনেয়ারা পারভীন হৃদরোগে অসুস্থ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে বৃহস্পতিবার দুপুরের দিকে মারা যান তিনি। পরদিন শুক্রবার রাতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করে পরীক্ষার কেন্দ্র সচিব মশিউর রহমান জানান, এই দুঃসংবাদ পেয়ে খোঁজ-খবর নিতে নিহার পরীক্ষার কক্ষে যান তিনি। এ সময় শোকাহত নিহার পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেন। সেই সঙ্গে নিহার ভালোভাবে পরীক্ষা দেওয়া ও বাড়িতে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করেন কেন্দ্র সচিব।


সর্বশেষ সংবাদ