পরীক্ষার হলে স্মার্টফোনে গেম খেলায় আজীবন নিষিদ্ধ শিক্ষক

  © সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে এসএসসি পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালনের সময় স্মার্টফোনে গেম খেলায় আজীবন নিষিদ্ধ শিক্ষক হলে এক শিক্ষক। এছাড়া ফোনে কথা বলায় নিষিদ্ধ হয়েছেন অরেকজন। রবিবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এ শাস্তিমূলক ব্যবস্থা নেন।

জানা যায়, হিমাদ্রী খীসা সকালে যান পৌর শহরের চন্ডিবের এলাকায় অবস্থিত বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রবিবার ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। দুই শিক্ষক ওই কেন্দ্রের একটি কক্ষে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনের সময় একজন স্মার্টফোন নিয়ে কথা বলছিলেন। অন্যজন গেম খেলছিলেন। আর পৌর শহরের কমলপুর এলাকায় অবস্থিত হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এক শিক্ষার্থীর অসদুপায় অবলম্বন করে পরীক্ষা দেওয়ার বিষয়টি নজরে আসে তাঁর।

হিমাদ্রী খীসা বলেন, পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ। দুই শিক্ষক নিয়ম না মেনে তা ব্যবহার করছিলেন। এ কারণে দুই শিক্ষক পাবলিক পরীক্ষা কেন্দ্রে আর কখনো দায়িত্ব পালনের সুযোগ পাবেন না।


সর্বশেষ সংবাদ