মাদক, ধর্ষণ ও দুর্নীতিকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

  © সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক, ধর্ষণ ও দুর্নীতি বিরোধী সমাবেশ হয়েছে। সমাবেশে শিক্ষার্থীরা এসব সামাজিক ব্যাধিকে লাল কার্ড দেখায় এবং প্রতিরোধে শপথ নেয়। একই সঙ্গে নৈতিক শিক্ষা, সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১০টায় লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ সমাবেশ হয়। বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মিথ্যা কথা না বলতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ না হতে শপথ করান প্রধান অতিথি আলমগীর হোসেন রনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রশিদ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন নিলয়, চান্দিনা শাখার সভাপতি সৌরভ আহম্মেদ।


সর্বশেষ সংবাদ