ঢাকা মহিলা পলিটেকনিক ও এস আর ইনস্টিটিউট অব ডিজাইনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

  © টিডিসি ফটো

গ্রাফিকস ডিজাইন ও ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে বিনামূল্যে প্রশিক্ষণ কার্য পরিচালনাকল্পে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলোজি বিভাগের সাথে চুক্তিবদ্ধ হলো এস আর ইনস্টিটিউট অব ডিজাইন। শনিবার এ সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।

আইটি সেক্টরে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে দীর্ঘ ৮ বছর ধরে কাজ করে আসছে এস আর ইন্সটিটিউট অব ডিজাইন। বাংলাদেশ করিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এবং ‘সিবিটি এন্ড এ’ অনুমোদিত আইটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় ঢাকা মহিলা পলিটেকনিকে বিনামূল্যে প্রশিক্ষণ এবং দক্ষ ছাত্রছাত্রীদের চাকরির সু-ব্যবস্থা করে দিচ্ছে এস আর ইন্সটিটিউট অব ডিজাইন। 

শনিবার সমোঝোতা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সেতুবন্ধন তৈরি হলো দুই প্রতিষ্ঠানের মধ্যে। সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ করিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (প্রশাসন) মনজুরুল কাদের। আর সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ সাহানা বেগম। এস আর ইনস্টিটিউটের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজার তাকিয়া ইয়াসমিন এবং বিজনেস ডেভলপমেন্ট অফিসার আসিফ ইমন।

এই চুক্তি স্বাক্ষর নিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি মনজুরুল কাদের বলেন, ‘ইন্ডাস্ট্রি লিংকেজটা বাড়ানো প্রয়োজন। এর মাধ্যমে যে শুধুমাত্র প্রতিষ্ঠান লাভবান হয় তা নয়। ইন্ডাস্ট্রিগুলোও লাভবান হয়। সকল আইটি প্রতিষ্ঠানগুলোতে পলিটেকনিক ছাত্রছাত্রীদের চাকুরির সুযোগ করে দেয়া হয়। অনুষ্ঠানে এস আর ইনস্টিটিউটের পরিচালক এস কে হোসেন রাজীব বলেন, ‘আমরা সর্বদা পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে আছে। ঢাকা মহিলা পলিটেকনিকের অনেক ছাত্রীকে আমরা চাকুরীর ব্যবস্থা করে দিয়েছি। আমরা এ ধারা অব্যাহত রাখবো।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাইকা প্রতিনিধি আইয়াকো শিশিদো এবং ইতসুকো ইকেদা। সমোঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরে অংশগ্রহণ করে ক্রিয়েটিভ আইটি, মাইওয়ান, ক্যাড জোনসহ আরও অনেক প্রতিষ্ঠান।


সর্বশেষ সংবাদ