ব্রিটিশ কাউন্সিলের ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড পেলো ১৬৮ স্কুল

মানসম্মত শিক্ষা প্রদান ও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায় ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কানেক্টিং ক্লাসরুমের অধীনে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড (আইএসএ) পেয়েছে দেশের ১৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান। আজ বুধবার ঢাকার হোটেল র‌্যাডিসন ব্লু-ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকদের যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে অংশগ্রহণমূলক কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে কানেক্টিং ক্লাসরুমস প্রোগ্রাম। ব্রিটিশ কাউন্সিলের গ্লোবাল এডুকেশন প্রোগ্রাম ‘কানেক্টিং ক্লাসরুমস’ ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড (আইএসএ) কর্মসূচিটি বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের মাঝে জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই ব্রিটিশ কাউন্সিলের এই প্রোগ্রাম। ২০১২ সালে থেকে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড প্রদান করছে ব্রিটিশ কাউন্সিল। এখন পর্যন্ত দেশের পাঁচ হাজারেরও বেশি স্কুল এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ব্রিটিশ কাউন্সিলের কানেক্টিং ক্লাসরুমস প্রোগ্রাম শিক্ষক এবং শিক্ষার্থীদের বিভিন্ন দেশের সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থাসহ নানা বিষয়ে জানতে সাহায্য করে। নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক পৃথিবী তৈরিতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই প্রোগ্রাম গুরুত্বপূর্ণ।’

ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘তরুণদের দক্ষতা এবং আন্তঃসাস্কৃতিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের গ্লোবাল সিটিজেনে পরিণত করতে ব্রিটিশ কাউন্সিলের গ্লোবাল এডুকেশন গ্রোগ্রামটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

হেড অব স্কুলস মোশাররফ তানসেন বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাজ্যের স্কুলগুলোর মধ্যে ভার্চুয়াল এবং মুখোমুখি অংশীদারিত্বের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে কানেক্টিং ক্লাসরুমস প্রোগ্রাম। পাঠদান পদ্ধতি উন্নতিকরণ এবং দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভ‚মিকা রাখছে এই প্রোগ্রামটি।’

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক আহমেদ সাজ্জাদ রশিদ, ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) অ্যাড্রিয়ান চ্যাডউইক, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিশসা। ব্রিটিশ কাউন্সিলের পক্ষে আরো উপস্থিত ছিলেন ডিরেক্টর (এডুকেশন) ডেভিড মেনার্ড।

ব্রিটিশ কাউন্সিল আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১৬৮ শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এ সময় নারায়ণগঞ্জ গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।


সর্বশেষ সংবাদ