ব্যাংকাররা ভালো উদ্যোক্তাদের ঋণ দিতে আগ্রহী: মুহাম্মাদ ইসমাইল

  © ফাইল ফটো

কৃষি ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মাদ ইসমাইল বলেছেন, ভালো উদ্যোক্তাদের ব্যাংকাররা ঋণ দিতে আগ্রহী হয়। তাই সততার সাথে নতুন উদ্যোক্তাদের কাজ করার আহবান জানান তিনি। শনিবার (৫ অক্টোবর) ঢাকা স্কুল অব ইকোনোমিক্স আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক উদ্যোক্তা মেলায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে স্কুলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য নৈতিক ও দক্ষ মানুষ তৈরিতে কাজ করছে ঢাকা স্কুল অব ইকোনোমিক্স। এসময় তিনি অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকেও দক্ষ মানবসম্পদ তৈরির আহবানও জানান।

অনুষ্ঠানে উচ্চমাধ্যমিকে ভালো ফলাফলের জন্য ৭ শিক্ষার্থী এবং ৭ তরুণ উদ্যোক্তাকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠান

অনুষ্ঠানে ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের উদ্যোক্তা অর্থনীতির সমন্বয়ক অধ্যাপক মুহাম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের অধ্যাপক ড. আইরিন আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ মহিউদ্দিন, কিউ পিয়ালের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসির উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ