উইলস লিটলের সেই রিশা হত্যার রায়ের তারিখ নির্ধারণ

রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বুধবার উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রায় ঘোষণার এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ২৪ আগস্ট দুপুরে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের ফুটওভার ব্রিজে রক্তাক্ত অবস্থায় রিশাকে উদ্ধার করা হয়। স্কুলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট সকালে রিশার মৃত্যু হয়।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রিশাকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ঘাতক ওবায়দুল হক। তিনি রাজধানীর ইস্টার্ন মল্লিকা শপিংমলের বৈশাখী টেইলাসের কর্মচারী ছিলেন।

আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, চাঞ্চল্যকর এ মামলায় যে সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে- তাতে আসামির সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করছি। এমন জঘন্য কাজের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। যাতে করে আর কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।


সর্বশেষ সংবাদ