এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল বিএসবি ফাউন্ডেশন

  © সংগৃহীত

রাজধানীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসবি ফাউন্ডেশনের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার নানামুখি দিন্তময় প্রসার ঘটছে। সেই বিশ্ব শিক্ষার সঙ্গে বাংলাদেশ কিভাবে তাল মিলিয়ে চলতে পারে তার দিক নির্দেশনা ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরেন বক্তারা।

এসময় বিদেশে শিক্ষা ব্যবস্থার নানান দিক নিয়ে কথা বলেন বিদেশী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। অনুষ্ঠানে দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের স্টল ছিলো, যারা শিক্ষার্থীদের জন্য নানা অফারের কথা জানায়।

এসময় উপস্থিত ছিলেন, ফারইস্ট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল করীম চৌধুরী, বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সেলিমা রওশনসহ দেশি-বিদেশি নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।


সর্বশেষ সংবাদ