শিক্ষার্থীদের চুলে ‘বখাটে কাটিং’ দেখলেই ব্যবস্থা

  © টিডিসি ফটো

বখাটে কাটিং চুল নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করলেই ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন ভোলার লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর। শনিবার লালমোহনের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে তিনি শিক্ষার্থীদের সাথে এ ব্যাপারে কাউন্সিলিং করেন।

পরে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে বৈঠক করে বখাটে কাটিং চুল নিয়ে যাতে কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে পরামর্শ দেন।

ওসি মীর খায়রুল কবীর সাংবাদিকদের জানান, সম্প্রতি লালমোহন পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন স্থানে চুলে বখাটে কাটিং দিয়ে সংঘবদ্ধ কিশোররা গ্যাং কালচার শুরু করেছে। এরা বিভিন্ন যায়গায় অবস্থান করে উৎপাত করে এবং পথে ঘাটে দুর্বল শিক্ষার্থী পেলেই হামলা চালিয়ে বসে।

সর্বশেষ গত ১৭ জুলাই লালমোহন পৌর এলাকার ওয়েষ্টার্ণ পাড়ায় কয়েকজন শিক্ষার্থীকে পথরোধ করে মারপিট করে কিশোর গ্যাং গ্রুপ। পরে পুলিশ অভিযান চালিয়ে এই গ্রুপের ২ বখাটেকে আটক করে তাদের অভিভাবকদের ডাকা হয়। পরে অভিভাবকরা তাদের সন্তানদের বখাটে কাটিং চুল কেটে দিয়ে জিম্মায় নেয়।

এসব গ্যাং কালচার দমন করতেই কিশোরদের চুলে বখাটে কাটিং দেয়ার উপর নজরদারী শুরু করছে কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ