নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিও আবেদন শুরু ২ মে

  © ফাইল ফটো

এমপিওর জন্য শিক্ষকদের কাছ থেকে আবেদন গ্রহণের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ২ মে থেকে আবেদন গ্রহণ শুরু হবে। ১৩ মের মধ্যে শিক্ষকদের এমপিও আবেদন ইএমআইএস সেলে পাঠাতে আঞ্চলিক উপ-পরিচালকদের নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নোটিশে নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের আবেদন পাঠানোর সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। এছাড়া ইএমআইএস সেলে প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন ও শিক্ষকদের এমপিও আবেদনের নির্দেশনা দেয়া হয়েছে।

নিচে নতুন এমপিওভুক্ত শিক্ষকদের এমপিও আবেদনের নির্দেশনা দেখতে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ