চাইনিজ গর্ভমেন্ট স্কলারশিপ পেলেন ৩৫ বাংলাদেশি শিক্ষার্থী (তালিকা)

  © লোগো

২০২০-২০২১ সালের চাইনিজ গর্ভমেন্ট স্কলারশিপের জন্য ৩৫ বাংলাদেশি শিক্ষার্থী মনোনীত হয়েছেন। প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চীন সরকারের দেয়া স্কলারশিপ, যার শুরু থেকে শেষ পর্যন্ত দেখভাল করে থাকে চাইনিজ স্কলারশিপ কাউন্সিল (সিএসসি)।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২০-২০২১ সালের চাইনিজ গর্ভমেন্ট স্কলারশিপের জন্য মনোনীত কোন প্রার্থী যদি এ বৃত্তির জন্য আগ্রহী না হন, তবে আগামী তিন দিনের মধ্যে তা জানানোর অনুরোধ রইল।’

মনোনীতদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

জানা যায়, গত বছরের ডিসেম্বর ৫ তারিখে এই স্কলারশিপের জন্য আবেদন চেয়েছিল সরকারের শিক্ষা মন্ত্রণালয়। ৩১ ডিসেম্বর আবেদনের শেষ তারিখ ছিল। ব্যাচেলর, মার্স্টাস, পিএইচডি মোট তিন ক্যাটাগরিতে এই স্কলারশিপের জন্য আবেদনের সুযোগ পেয়ে থাকেন শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ