বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মিশরের শিক্ষাবৃত্তি

বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে মিশর সরকার। আগ্রহীদেরকে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।

প্রতিবছর মিশরের সরকার সংস্কৃতি বিনিময় কর্মসূচির আওতায় বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি দিয়ে থাকে। মোট ১২ জন বাংলাদেশী শিক্ষার্থী প্রতিবছর এই শিক্ষা বৃত্তি পেয়ে থাকে। এর মধ্যে নয়টি স্নাতক শিক্ষার্থীদের জন্য ও তিনটি স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য।

এই ফুল স্কলারশিপের সুযোগ সুবিধাসমূহ হলো- ছাত্রাবাসে না থাকলে ১৫০ পাউন্ড করে মাসিক বৃত্তি দেয়া হয়। প্রাথমিকভাবে তিন বছরের স্কলারশিপ প্রদান করা হবে। তবে পরবর্তীতে এক বার স্কলারশিপের মেয়াদ বৃদ্ধি করার সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা সব রকম সুযোগ সুবিধা পাবে।

মিশরের বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম অনলাইনে হয়ে থাকে। তাই যারা আবেদন করবে তাদেরকে www.mohe-casm.edu.eg ওয়েবসাইটের নিয়ম মাফিক আবেদন ও রেজিস্ট্রেশান করতে হবে।


সর্বশেষ সংবাদ