আল আজহার বিশ্ববিদ্যালয়

স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পেল ১১ বাংলাদেশি শিক্ষার্থী

  © টিডিসি ফটো

মিশর সরকার কর্তৃক প্রদত্ত শিক্ষাবৃত্তির আওতায় আল আজহার বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের বৃত্তির জন্য ১১ বাংলাদেশি শিক্ষার্থীতে মনোনীত করা হয়েছে। কোভিড-১৯ নেগেটিভ সনদ জমাদানপূর্বক আগামী সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে বলে মিশরীয় দূতাবাসে জানিয়েছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়।

মনোনীতদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। বাংলাদেশ থেকেও প্রতিবছর স্কলারশিপ পেয়ে এ বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমায় অনেক শিক্ষার্থী।

প্রাথমিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন করতে হয়। এরপর ওই আবেদন ফর্মসহ প্রয়োজনীয় ডকুমেন্টস মন্ত্রণালয়ের জমা দিতে হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে যাচাই-বাচাই করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিশরীয় দূতাবাসে এসব আবেদন পাঠানো হয়।


সর্বশেষ সংবাদ