বাংলাদেশিদের স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড

  © ফাইল ফটো

বাংলাদেশিদের জন্য কমনওলেথ ‍স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড সরকার। এই প্রোগ্রামের জন্য মাস্টার্স / পিএইচডির আবেদন জমা নেয়া হচ্ছে। অনলাইনে আবেদনের শেষ সময় ৩১ মার্চ। আর মন্ত্রণালয়ে জমা দেয়ার শেষ সময় ২ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত।

আবেদনের যোগ্যতা:

১. বয়স ৩৯ এর কম হতে হবে।
২. অ্যাকাডেমিক ভাল রেজাল্ট, লিডারশীপ স্কিল ইত্যাদি স্ট্রং থাকতে হবে।
৩. আইয়েল্টস মিনিমাম ৬.৫ বা টোয়ফেল ৯০ থাকতে হবে।
৪. পুলিশ ক্লিয়ারেন্স।

যেভাবে আবেদন করবেন:

প্রথমে এই লিংকে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। Scholar.banbeis.gov.bd/nz/

এরপরে উক্ত আবেদন ফর্ম সহ মিনিস্ট্রির ওয়েব সাইটে দেয়া পিডিএফের ৩-২১ পেইজ ফর্ম পূরণ করে, প্রয়োজনীয় ডকুমেন্টস সহ শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

জমা দেয়ার ঠিকানা: যুগ্নসচিব (বৃত্তি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।


সর্বশেষ সংবাদ