নিউজিল্যান্ডে উচ্চশিক্ষায় স্কলারশিপ দেবে এডিবি

উচ্চশিক্ষায় এডিবির উন্নয়নশীল দেশের যোগ্যতাসম্পন্ন নাগরিকদের জন্য স্কলারশিপ দেবে নিউজিল্যান্ড। স্নাতকোত্তর কোর্সের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জাপানের অর্থায়নে এই স্কলারশিপ প্রদান করবে তারা। দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জাপান স্কলাশিপ প্রোগ্রাম ১৯৮৮ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয়। এই স্কলারশিপের মাধ্যমে অর্থনীতি, ম্যানেজমেন্ট, বিজ্ঞান ও প্রযুক্তি এবং অন্যান্য উন্নয়ন বিষয়ক বিষয়ে স্নাতকোত্তর কোর্স করানো হয়। এডিপির আওতাভূক্ত সব দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন।

প্রোগ্রামসমূহ:

  • Master of Public Health
  • Master of Science (Environmental Science)
  • Master of Arts (Development Studies)
  • Master of International Business
  • Masters programmes in Engineering.

সুযোগ সুবিধাসমূহ

  • University of Auckland – এ পড়াশোনার খরচ দেওয়া হবে।
  • দেশ থেকে নিউজিল্যান্ডের Auckland – এ ভ্রমণের খরচও দেওয়া হবে।
  • থাকার জন্য মৌলিক খরচ দেওয়া হবে।
  • স্বাস্থ্য ও মেডিকেল ইন্সুরেন্সের খরচ দেওয়া হবে।
  • দেশে ফেরত আসার জন্য যে ভ্রমণবাবদ খরচ হবে, তাও দেওয়া হবে

আবেদনের যোগ্যতা

  • একটি এপ্রুভড একাডেমিক প্রতিষ্ঠানে মাস্টার্সে ভর্তি হতে হবে।
  • ব্যাচেলরস ডিগ্রি থাকতে হবে ভালো ফলাফলসহ।
  • দুই বছরের প্রফেশনাল অভিজ্ঞতা থাকতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পরে অর্জিত।
  • ইংরেজিতে দক্ষ হতে হবে।
  • বয়স হতে হবে ৩৫ বছরের নিচে। তবে কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে বয়স হতে পারে সর্বোচ্চ ৪৫ বছর।
  • স্বাস্থ্য ভালো হতে হবে।
  • পড়াশোনা শেষে নিজ দেশে ফেরত যাওয়ার জন্য রাজি হতে হবে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: জুলাই ২০, ২০১৯

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে