বিদেশের ৯ কেন্দ্রে পাসের হার ৯৪.৬৪%

  © ফাইল ফটো

এসএসসি পরীক্ষায় বিদেশের ৯ কেন্দ্রে গড় পাসের হার ৯৪ দশমিক ৬৪ শতাংশ। আজ রবিবার (৩১ মে) চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ফল প্রকাশ করা হয়।

বেলা ১১টার পর সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. শিক্ষামন্ত্রী দীপু মনি। এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেনসহ মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ফল প্রকাশের তথ্য অনুযায়ী, এবার বিদেশের ৯ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৩৩৬ জন। এর মধ্যে পাস করেছেন ৩১৮ জন। ৪টি প্রতিষ্ঠান থেকে সবাই পাস করেছেন। আর একটি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি।


সর্বশেষ সংবাদ