ইবতেদায়িতে পাশের হারে মেয়েরা এগিয়ে

প্রতীকি ছবি
প্রতীকি ছবি  © ফাইল ফটো

ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। ইবতেদায়ীর ঘোষিত ফলাফলে ছাত্রদের পাশের হার ৯৫.৫০ শতাংশ এবং ছত্রীদের পাশের হার ৯৬.৪৪ শতাংশ।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

পাশের হার বিবেচনায় ৮ বিভাগের মধ্যে সবার উপরে রয়েছে রাজশাহী বিভাগ। এই শিক্ষাবোর্ডে পাশের হার ৯৭.৮১ শতাংশ। আটটি শিক্ষাবোর্ডের মধ্যে সর্বনিম্ন পাশের হার সিলেট বিভাগের। এ বোর্ডে পাশের হার পাশের হার ৯১ শতাংশ।

এছাড়া এ বছর ৮৩টি উপজেলার শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। পাশের হারে নওগাঁ জেলার শিক্ষার্থীরা সবার উপরে রয়েছেন। এ জেলায় পাশের হার ৯৯.৮৪ শতাংশ। এবং সুনামগঞ্জ জেলার পাশের হার সর্বনিম্ন। এ জেলায় পাশের হার ৮৬.৩০ শতাংশ। উপজেলার মধ্যে বান্দরবনের আলীকদম উপজেলার পাশের হার সর্বনিম্ন। এ উপজেলার শতকরা ৬৪.৮১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।


সর্বশেষ সংবাদ