ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।  আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ২ হাজার ৪৭৫টি আসনের বিপরীতে মোট ৫ হাজার ২১জন ছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৪শ’ ৬১জন। পাশের হার ৮৮ দশমিক ৮৫ শতাংশ। ফলাফলের বিস্তারিত তথ্য admission.eis.du.ac.bd ওয়েবসাইট-এর গার্হস্থ্য অর্থনীতি-ইউনিট নোটিশ বোর্ড থেকে পাওয়া যাবে। এছাড়া, মোবাইল ফোন থেকে DU GOC<roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠানোর পর ফিরতি এসএমএস এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে। 

ভর্তি হতে আগ্রহী পাশকৃত শিক্ষার্থীদের আগামী ১৮ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।  উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ