বশেমুরবিপ্রবি'র 'জি' ইউনিটের ভর্তি পরীক্ষার  ফল প্রকাশ

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে 'জি' ইউনিট ভুক্ত আইন অনুষদের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সূত্রে জানা যায়, এ বছর আইন অনুষদে ১০০ আসনের বিপরীতে আবেদন করেছিল প্রায় ৮৫০০ জন,প্রতি আসনের জন্য লড়াই করেছে ৮৫ জন শিক্ষার্থী।


অন্য ইউনিটের ফলাফল সম্পর্কে জানতে চাইলে ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূইয়া জানান, আজকের মধ্যেই অন্যান্য ইউনিটের ফলাফল প্রকাশ করা হবে। মেধাতালিকার ভর্তি করা হবে আগামী ১১ ও ১২ ডিসেম্বর। 

উল্লেখ্য গত ৩ নভেম্বর জি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrstu.edu.bd)

 


সর্বশেষ সংবাদ