চবির ‘ডি’ ইউনিটে পাসের হার ২০.৭ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (একাডেমিক) এস এম আকবর হোসেন।

পরীক্ষার ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.cu.ac.bd) জানা যাবে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী এ বছর ‘ডি’ ইউনিটে পাসের হার ২০.৭ শতাংশ। যেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিলো ৮৫.৮৭ শতাংশ। এদিকে ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৯ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় ৩৮ হাজার ২৭৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এরমধ্যে পাস করেছে ৭ হাজার ৯২৪ জন শিক্ষার্থী।

জানা যায়, ‘ডি’ ইউনিটে সমাজ বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত সকল বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ (মানবিক ও বিজ্ঞান) এবং জীব বিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ রয়েছে।

ডেপুটি রেজিস্টার (একাডেমিক) এস এম আকবর হোসেন জানান, ‘ডি’ ইউনিটের পাসকৃত শিক্ষার্থীরা ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে বিষয় পছন্দের তালিকা পূরণ করতে পারবেন।

 


সর্বশেষ সংবাদ