জাতীয় বিশ্ববিদ্যালয়

ডিগ্রি ১ম বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৮৬ শতাংশ

  © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ১ম বর্ষ ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৮৬ দশমিক ১৬ শতাংশ। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের ১ হাজার ৮৬৪টি কলেজের মোট ৬৯৩টি কেন্দ্রে ৩ লাখ ২১ হাজার ৯৪৭ জন (নিয়মিত ও মান্নোয়ন) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। গড় উত্তীর্ণের হার ৮৬ দশমিক ১৬ শতাংশ।

যে কোন মোবাইল মেসেজে গিয়ে NU<space>DEG<space>Roll.No লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল পাওয়া যাবে। তাছাড়া ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকেও ফল পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ