রাবির বি ইউনিটের ফলাফল প্রকাশ

ভর্তি পরীক্ষার্থী
ভর্তি পরীক্ষার্থী  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ব্যবসা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ রোল ইনপুট দিয়ে ফলাফল জানতে পারবে। 

মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় 'বি' ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, কিছুক্ষণ আগেই ব্যবসা অনুষদভুক্ত 'বি' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। ১৬ হাজার ৯০৪ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৪ হাজার ৪০৬ জন শিক্ষার্থী। পাশ করেছে ৭ হাজার ৩২১ জন শিক্ষার্থী। পাশের হার ৫০ দশমিক ৮২ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮০।

তিনি আরো বলেন, বাণিজ্য গ্রুপে ৫০ দশমিক ৮২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অবাণিজ্যে পাশ করেছে ৩৫ দশমিক ১৯ শতাংশ। ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ রোল ইনপুট দিয়ে ফলাফল জানতে পারবে। 

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল www.admission.ru.ac.bd- থেকে দেখা যাবে।

 


সর্বশেষ সংবাদ