বাংলা চ্যানেল পাড়িতে দ্রুততম মানবী তাহরিনা

বাংলা চ্যানেল পাড়িতে দ্রুততম মানবী তাহরিনা
বাংলা চ্যানেল পাড়িতে দ্রুততম মানবী তাহরিনা  © টিডিসি ফটো

মেয়েদের মধ্যে দ্রুততম সময়ে বাংলা চ্যানেল পাড়ি দিলেন ভারতের দূরপাল্লার নারী সাঁতারু তাহরিনা নাসরিন। আজ শুক্রবার ৩ ঘণ্টা ৯ মিনিট ৫৮ সেকেন্ড সময় নিয়ে ১৬ দশমিক ১ কিলোমিটারের চ্যানেলটি পাড়ি দিলেন এ দ্রুততম মানবী। এভারেস্ট একাডেমির আয়োজনে সকাল ৯টা ৩০ মিনিটে টেকনাফের শাহপরীর ফিশারিজ জেটি থেকে সাঁতার শুরু করেন তাহরিনা। একটানা সাঁতরে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছালে উৎসাহী পর্যটকরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দিত করেন। 

 বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিতে গত ১৯ নভেম্বর বাংলাদেশে এসেছেন তাহরিনা নাসরিন। ২১ ও ২২ নভেম্বর সেন্টমার্টিনে অনুশীলন করেন এই ভারতীয় নারী সাঁতারু। বাংলা চ্যানেল সাতারে এর আগে সর্বোচ্চ রেকর্ডটি ছিলো সাইফুল ইসলাম রাসেলের ৩ ঘণ্টা ৮ মিনিট ৭ সেকেন্ড। মেয়েদের মধ্যে নতুন রেকর্ড করলেন তাহরিনা। এর আগে মেয়েদের রেকর্ডটি ছিলো ভারতের রিতু কেডিয়া’র। তিনি বাংলা চ্যানেল পাড়ি দিতে সময় নিয়েছিলেন ৩ ঘণ্টা ৪০ মিনিট।

তাহরিনা নাসরিন প্রথম মুসলিম নারী হিসেবে ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর ১২ ঘণ্টা ৩৮ মিনিট সময় নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেন। যা যেকোনো ভারতীয় সাঁতারুদের মধ্যে দ্রুততম। তিনি প্রথম ভারতীয় বাঙালি নারী সাঁতারু হিসাবে বাংলা চ্যানেলে এই রেকর্ড গড়তে পেরে উচ্ছ্বাস ব্যক্ত করেন। এ সময় ২৪ বছর বয়সী তাহরিনা প্রথম নারী সাঁতারু হিসাবে বাংলা চ্যানেল ডাবল ক্রস করার ইচ্ছাও ব্যক্ত করেন।

সাঁতারটির আয়োজনে এভারেস্ট একাডেমির সাতার পরিচালনাকারী দলের সাথে ছিলেন হেলদি হোমের ডা. মহসীন কবির লিমন, লাইফগার্ড হিসেবে দায়িত্ব পালন করেন সিআইপিআরবি’র সি-সেইফ সুইমিং প্রোগ্রামের লাইফগার্ড কামাল হোসেন, রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন রেফারি তোফাজ্জল হোসেন বাচ্চু এবং নেভিগেটর হিসেবে দায়িত্ব পালন করেন রাফাহ্‌ উদ্দিন সিরাজী।


সর্বশেষ সংবাদ