শুরু হচ্ছে কুরআন অলিম্পিয়াড, থাকছে ১৯ লাখ টাকার পুরস্কার

  © সংগৃহীত

পবিত্র মাহে রমজান- ১৪৪২ হি. উপলক্ষ্যে মহাগ্রন্থ আল কুরআনের বাণী ছড়িয়ে দিতে শুরু হচ্ছে ১ম জাতীয় কুরআন অলিম্পিয়াড, ২০২১। প্রতিযোগিতাটি খুবই সহজ ও সবার জন্যে উন্মুক্ত। একজন মুসলিম হিসেবে কুরআনের নির্দেশনা জানা সকলের দায়িত্ব। সামনে কুরআনের মাস রমজান উপলক্ষে কুরআনের সাথে কিছুটা সময় কাটাতে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বাংলাদেশের যে কোনো নাগরিক, প্রবাসী ভাই-বোনও রেজিস্ট্রেশন করতে পারবেন।

প্রতিযোগিতার বিবরণ:

সিলেবাস: শুধু আল কুরআনের শেষ পারার (৩০তম) বাংলা অনুবাদ।

পরীক্ষা পদ্ধতি: অনলাইন ওয়েবসাইট এর মাধ্যমে MCQ প্রশ্ন।

প্রতিযোগী গ্রুপ (২টি):

শিক্ষার্থী (যে কোনো প্রতিষ্ঠানের, যে কোনো শ্রেণির শিক্ষার্থী) এবং পেশাজীবী (গৃহিণী, চাকুরিজীবী, ব্যবসায়ী, অন্যান্য)। প্রত্যেক গ্রুপে আলাদাভাবে পুরস্কার দেওয়া হবে।

পুরস্কার বিবরণ:

১ম পুরস্কার (২টি): ১ লক্ষ টাকা,

২য় পুরস্কার (২টি): ওমরা হজ্জ

৩য় পুরস্কার (২টি): ল্যাপটপ কম্পিউটার

৪র্থ পুরস্কার (২টি): ট্যাব কম্পিউটার

৫ম পুরস্কার (২টি): স্মার্টফোন

৬ষ্ঠ-১০ম পুরস্কার (১০টি): মিনি লাইব্রেরি (প্রায় ১০ হাজার টাকার বই)

১১তম-২০তম পুরস্কার (২০টি): টেবিল লাইব্রেরি (প্রায় ৫ হাজার টাকার বই) সহ সর্বমোট ১৯ লক্ষ টাকার ১০৪০ (এক হাজার চল্লিশ) টি পুরস্কার।

রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: www.islamicprogrambd.com

অলিম্পিয়াড সম্পর্কে সকল আপডেট পেতে জয়েন করুন:

https://www.facebook.com/groups/islamicolympiadbd

 

বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুনঃ

https://www.facebook.com/circleofquran

 

Email: info.circleofquran@gmail.com

Contact: 01886556431, 01886556432

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence